61913

জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে জমায়েত হয়েছেন। এতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের জন্য ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ads

২৭ দেশের ব্লক ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখতে তৎপর। কারণ, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চার বছরের দিকে এগোচ্ছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ অবসানে একটি চুক্তির জন্য চাপ দিচ্ছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এ সপ্তাহে সতর্ক করে বলেন, যদি আমরা এতে সফল না হই, তাহলে ইউরোপীয় ইউনিয়নের কার্যকরভাবে কাজ করার সক্ষমতা বহু বছরের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ads

ইইউ’র হিসাব অনুযায়ী, ইউক্রেন আগামী দুই বছরে টিকে থাকতে অতিরিক্ত ১৩৫ বিলিয়ন ইউরো (১৫৯ বিলিয়ন ডলার) প্রয়োজন এবং আগামী এপ্রিল থেকেই তহবিল সংকট শুরু হবে।

এই বিশাল ঘাটতি পূরণে ইইউ’র নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে, ইইউভুক্ত দেশগুলোতে জব্দ করে রাখা রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২১০ বিলিয়ন ইউরো ব্যবহার করা হবে।

এই পরিকল্পনায় প্রথম দুই বছরে ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো দেওয়া হতে পারে। ইউক্রেনকে তা ঋণ হিসেবে দেওয়া হবে। পরে ক্রেমলিন যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অর্থ প্রদান করলে ইউক্রেন এই ‘ঋণ’ পরিশোধ করবে।

ad

পাঠকের মতামত