61881

কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

নিউজ ডেস্ক: ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’-এই প্রতিপাদ্যে কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মু: রেজা হাসানসহ অতিথিগণ। পরে অতিথিগণ জব ফেয়ার ও প্রবাসী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও আগত চাকুরী প্রার্থী, বিদেশগামীকর্মীদের সাথে কথা বলেন ও তাদের খোজ খবর নেন।

ads

এরপর টিটিসির কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মু: রেজা হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লার অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, প্রাবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আজিজ, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলী হোসেন, প্রবীন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, রামরুর কো-অর্ডিনেটর শান্তা সূত্রধর, ব্রাক এম আরএমসি কো-অর্ডিনেটর মোঃ তানভীর হাসান, রুপালী ব্যাংক লিমিটেডের শরিফুল ইসলাম, ইউএনসিডিএফ ডিপিএ মোঃ ইকবাল হোসেন।

প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন হাইফা ওভারসীসের সত্তাধিকারী নুর জাহান বেগম ও তুহিন আহাম্মেদ।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৈধ পন্থায় বিদেশ গমন করতে হবে এবং বৈধ পথে প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে সচেতন জনগোষ্ঠিকে জনমত তৈরী করতে হবে।

বক্তারা আরো বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। তবেই উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত হবে, রেমিটেন্সও বৃদ্ধি পাবে। প্রবাস গমনেচ্ছুক ব্যক্তিদের জন্যে সরকার টিটিসিসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক ও প্রবাসী কল্যাণে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টিটিসি কুমিল্লার ইন্সট্রাক্টর মোঃ মাসুদ পারভেজ ও জনশক্তি জরিপ কর্মকর্তা ডিইএমও মোঃ তাজুল ইসলাম।

ad

পাঠকের মতামত