61863

কুমিল্লা–১০ আসনে ধানের শীষের মনোনয়ন ফর্ম কিনলেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক: কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া–এর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে।

এ উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু–এর নেতৃত্বে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ads

দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোনয়ন ফর্ম সংগ্রহের পুরো কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ সময় নেতারা বলেন, কুমিল্লা–১০ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে জনসমর্থন আরও জোরদার করবেন।

ads
ad

পাঠকের মতামত