61826

কুমেক হাসপাতালের ৪ চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা ও নৈশভোজ

নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন হোস্টেলের ডাইনিং হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসকের পদোন্নতিতে সহকর্মী ও অতিথিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা হলেন ডা. আশরাফুল মতিন সাগর, ডা. মাহবুব সিকদার, ডা. আবুল হোসেন সৈকত ও ডা. সোহাগ চক্রবর্তী। তাঁরা পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

ads

আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসকদের এ ধরনের পদোন্নতি প্রতিষ্ঠানটির শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা নতুন দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. সফিকুর রহমান, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ, ডা. খাজা হোসেন তুষারসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

ads
ad

পাঠকের মতামত