কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন অনুদান
নিউজ ডেস্ক: কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–৯৩৮)-এর উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এবং দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল আহাম্মেদ খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তফাজ্জল হোসেন তপন, মোঃ ফরহাদ হোসেন ও মোঃ হুমায়ুন কবির। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহ-সম্পাদক আবদুল মালেক, শরীফ হোসেন ও আঃ রব, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন মামুন, কোষাধ্যক্ষ ফজলুল হক, দপ্তর সম্পাদক ইউসুফ খান, প্রচার সম্পাদক মোঃ বাবুল এবং সদস্য আতিকুর রহমান, মোঃ বাদল ও আবুল হোসেনসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা হবে এবং প্রয়োজনে মৃত শ্রমিক পরিবারের পাশে সংগঠন সবসময় দাঁড়াবে।










