61817

যুদ্ধ শেষের সংলাপে প্রস্তুত জেলেনস্কি, বার্লিনে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের অবসান নিয়ে সংলাপে প্রস্তুত রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বার্লিনে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। জেলেনস্কির এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে তিনি এখনও কোনো জবাব পাননি।

ads

তবে জেলেনস্কি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি সব সংকেত গ্রহণ করছেন এবং আজ যে সংলাপ শুরু হবে, সেটির জন্য প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, “আমরা শান্তির পথে সংলাপের জন্য তৈরি। গুরুত্বপূর্ণ হলো যে এই আলোচনা শুরু হচ্ছে।”

তিনি আরও বলেন, বার্লিনে অনুষ্ঠিত এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এখানে মার্কিন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলছে। জেলেনস্কি জানালেন, আজ এবং আগামীকাল এই উচ্চপর্যায়ের বৈঠকগুলো বার্লিনে অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার জন্য দিকনির্দেশনা দিতে পারে। তথ্যসূত্র : এএফপি

ads
ad

পাঠকের মতামত