আরব আমিরাতের সাথে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, কৌশলগত পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করা এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য কার্যকরভাবে বাস্তবায়নে প্রস্তুত চীন।
শনিবার ইউএই প্রেসিডেন্টের বিশেষ দূত খালদুন খলিফা আল মুবারকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠকে ওয়াং ই বলেন, ইউএই চীনের একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা চীন–ইউএই সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি।
তিনি আরও বলেন, ইউএইর সঙ্গে সম্পর্ক জোরদার করা চীনের দীর্ঘদিনের কূটনৈতিক নীতিরই প্রতিফলন।
খালদুন খলিফা আল মুবারক বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইউএইর পররাষ্ট্রনীতির একটি শীর্ষ অগ্রাধিকার। তিনি জানান, চীনের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ইউএই সম্পূর্ণ আস্থাশীল এবং বরাবরই চীনের সঙ্গে সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে আসছে।
তিনি আরও বলেন, ইউএই চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় জোরদার করতে, রাষ্ট্র পরিচালনায় চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে এবং অর্থনীতি ও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী। সূত্র: সিনহুয়া।










