61790

শচীনের হাত থেকে ২০১১ বিশ্বকাপের জার্সি পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ভারত সফরে আগের দিন কলকাতায় বিশৃঙ্খল অভিজ্ঞতার পর চার শহরে তিন দিনের ‘গোট’ সফর আবার ছন্দে ফিরেছে লিওনেল মেসির। ঐতিহাসিক সফরে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে ধরা দিলেন দুই অঙ্গনের বিশ্বকাপজয়ী, আইকনিক ‘নম্বর টেন’ জার্সিধারী এবং নিজ নিজ খেলায় ‘গোট’ হিসেবে স্বীকৃত দুই মহাতারকা লিওনেল মেসি ও শচীন টেন্ডুলকার।

তাদের মিলনের দিনে দুপুর থেকেই স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন দর্শকরা। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে একই মঞ্চে দেখা যায় মেসি, শচীন টেন্ডুলকার ও ভারতের ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে। তিন তারকার উপস্থিতিতে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

ads

ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হন মেসি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে মেসিকে ২০১১ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের সময় নিজের ঐতিহাসিক জার্সিটি বিশেষ উপহার হিসেবে দেন শচীন।

মুহূর্তটিকে মুম্বাই ও ভারতের জন্য ‘স্বর্ণালী সময়’ বলে অভিহিত করেন শচীন। মাঠজুড়ে তখন দর্শকদের উচ্ছ্বসিত স্লোগান ছিল—‘মেসি… মেসি… শচীন… শচীন।’

ads
ad

পাঠকের মতামত