ফিলিস্তিনের স্বাধীনতায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ম্যাখোঁ ও সিসি
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গতকাল (শুক্রবার) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে ফোনে কথা বলেছেন, উভয়েই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সেদিন মিশরের প্রেসিডেন্ট ভবনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, দু’নেতা গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। উভয়পক্ষই একমত হয়েছে যে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যাপক রাজনৈতিক প্রক্রিয়াকে প্রচার করা উচিত্, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
সিসি জোর দিয়ে বলেছেন যে, সকল পক্ষের যৌথভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা উচিত। তাৎক্ষণিক অগ্রাধিকার হল গাজা উপত্যকায় মানবিক সহায়তার সুষ্ঠু প্রবেশকে নিশ্চিত করা এবং এই অঞ্চলে অবিলম্বে পুনর্গঠন কাজ শুরু করা।
তিনি সমস্ত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মিশরের দৃঢ় বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।










