61787

কুমিল্লায় বিএনডিএস’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক: কুমিল্লায় বিএনডিএস’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) নগরীর নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজে যুক্তিনির্ভর আলোচনা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব অপরিসীম। বিএনডিএস বিশ্বাস করে- আজকের বিশ্বে শুধু বইয়ের জ্ঞান নয়-প্রয়োজন মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস। প্রয়োজন বক্তৃতা, উপস্থাপনা ও যুক্তির উপর দাঁড়িয়ে ভাবনা প্রকাশের দক্ষতা। বিতর্ক আমাদের শেখায় কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে দাঁড়াতে হয়, কীভাবে শব্দকে অর্থবহ করে তুলতে হয় এবং কীভাবে একটি বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হয়। বিতর্ক আমাদের যুক্তি নির্মাণের, বিশ্লেষণ করার এবং মতবিরোধকে শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দেয়। বিতর্ক একজন মানুষকে করে তোলে চিন্তাশীল, সাহসী এবং নেতৃত্বদানে সক্ষম। প্রিয় উপস্থিতি, আজকের তরুণ প্রজন্মের জন্য বক্তৃতা ও বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়-এটি আত্মনির্মাণের পথ। এটি এমন একটি অনুশীলন, যা একজনকে শেখায় কীভাবে নিজের অবস্থানকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, কীভাবে অন্যের মতামতকে শ্রদ্ধা করে চ্যালেঞ্জ করতে হয় এবং কীভাবে সমাজের অসঙ্গতিকে ভাষার মাধ্যমে তুলে ধরতে হয়। তরুণদের যুক্তি, চিন্তা ও নেতৃত্বকে একত্রিত করে একটি সচেতন ও সংলাপভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে “বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)”। এর মূল লক্ষ্য হলো—বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিতর্কের আন্দোলনকে ছড়িয়ে দেওয়া। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম যেন আবেগপ্রবণ না হয়ে যুক্তির মাধ্যমে চিন্তা করতে শেখে, নিজেদের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারে এবং অন্যের মতামতকে সম্মান জানাতে শেখে। এর স্বপ্নদ্রষ্টারা সবাই সাবেক ও বর্তমান দেশসেরা জাতীয় টেলিভিশন বিতার্কিক এবং সফল সংগঠক। যারা প্রায় দুই যুগ ধরে দেশে বিতর্কচর্চা করে আসছেন এবং জাতীয় পর্যায়ে, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, বিতর্ক ক্লাব ও স্কুল, কলেজ নিয়ে বেশ কিছু সফল বিতর্ক উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করেছে। এসব আয়োজনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা দেখেছি, দেশের প্রতিটি জেলায় বিতর্কের অপার সম্ভাবনা লুকিয়ে আছে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিতর্ককে ছড়িয়ে দিতে বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি’র আত্মপ্রকাশ।

ads

আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মঞ্চে উপস্থিত আছেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিরা। তাদের দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলাকে সুগম করবে। ভবিষ্যতে ইঘউঝ দেশজুড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিতর্ক কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে। এছাড়াও, আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিতর্কের প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিতার্কিকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি যুক্তিবাদী ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান।

ads

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনডিএস’র মুখ্য সংগঠক,সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিবৃতি উপস্থাপন করেন বিএনডিএস’র যুগ্ম সদস্য সচিব সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. ইস্রাফিল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনডিএস’র আহ্বায়ক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শরীফ হোসেন, বিএনডিএস’র সদস্য সচিব, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক রিফাক আহমেদ, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক আব্দুল্লাহ আল আমিন, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক রফিকুল ইসলাম, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক গোলাম কিবরিয়া, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. কাইয়ূম হোসেন, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. শরিফ ইসলাম, বিএনডিএস’র সদস্য, সাবেক বিতার্কিক আব্দুল কাইয়ূম শিপন, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শাহানুর কিবরিয়া সুজন।

এ অনুষ্ঠানের শেষের দিকে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিষয় ছিল, “এই সংসদ মনে করে, এখন সময় রবীন্দ্রনাথের নয় বিল গেটসের”।

এত স্পিকারের ভূমিকা পালন করেন বিএনডিএস’র মুখ্য সংগঠক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো: শরীফুল ইসলাম।

বিতর্কে সরকারি দলে প্রধানমন্ত্রী- সাজ্জাদ হোসেন, মন্ত্রী: সমৃদ্ধ হোড, সাংসদ: ফাহিমা সুলতানা রাতুয়া। বিরোধী দলীয় নেতা ছিলেন এনায়েত হোসেন, উপনেতা ছিলেন সাদিয়া ইসলাম সুস্মিতা, সাংসদ হিসেবে ছিলেন নুসরাত জাহান।

ad

পাঠকের মতামত