61796

ওমানের ৭ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ‘সিআইপি’ নির্বাচিত

প্রবাস ডেস্ক: রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ওমান থেকে এবার ৭ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ‘এনআরবি সিআইপি’ (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ২০২৬ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে সারাবিশ্বে থেকে নির্বাচিত ৮৬ জন এনআরবি সিআইপির তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ওমান থেকে ৭ জন প্রবাসী সিআইপি নির্বাচিত হয়েছেন।

ads

ওমান থেকে ৭ জন প্রবাসী সিআইপির মধ্যে ৬ জন বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা (প্রেরণকারী ক্যাটাগরিতে এবং ১ জন বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক প্রবাসী বাংলাদেশি ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন।

ওমানের নির্বাচিত এনআরবি সিআইপির হলেন-মো. তৌফিকুজ্জামান পলাশ, আজিমুল হক বাবুল, মো. নুরুল আমিন, মো. আব্দুল মান্নান (জালান), আফতাব উদ্দিন জনি, নূর মোহাম্মদ এবং রফিকুল ইসলাম (বাংলাদেশি পণ্যের আমদানিকারক) ।

ads

এর মধ্যে মো. তৌফিকুজ্জামান পলাশ টানা ৭ম বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।

এছাড়া আজিমুল হক বাবুল, মো. নুরুল আমিন, মো. আব্দুল মান্নান (জালান), আফতাব উদ্দিন জনি ৩য় বার সিআইপি, নূর মোহাম্মদ ২য় বার এবং রফিকুল ইসলাম প্রথমবার নির্বাচিত হয়েছেন।

আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানে নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করার কথা রয়েছে।

নির্বাচিত এনআরবি সিআইপিদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে—সরকারের দেওয়া পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ, সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা, দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে অতিথি এবং বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।

এ ছাড়া এনআরবি সিআইপিরা বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।

ad

পাঠকের মতামত