অস্ট্রেলিয়ায় ইহুদী উৎসবে গুলি, অন্তত ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের বন্ডি বিচে রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। হামলার পরপরই নিউ সাউথ ওয়েলস পুলিশ দুই জনকে আটক করেছে। হামলার সময় অন্তত ডজনখানেক গুলি চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজন শ্যুটারও নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
হামলাটি ইহুদীদের হানুকা উৎসবের প্রথম দিনে শত শত মানুষের উপস্থিততে ঘটেছে। অস্ট্রেলিয়ার ইহুদী কমিউনিটির নির্বাহী পরিষদের সহ-সিইও অ্যালেক্স রাইভচিন এটিকে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক আক্রমণ বলে মন্তব্য করেছেন।
প্রাথমিকভাবে পুলিশ জনসাধারণকে এলাকা এড়িয়ে চলতে এবং আশ্রয় নিতে পরামর্শ দিয়েছিল। ঘটনাস্থলে হেলিকপ্টার ও তীব্র পরিচর্যা ইউনিটসহ জরুরি সেবা মোতায়েন করা হয়। আহতদের মাঝে চারজনকে সেন্ট ভিনসেন্টস, একজনকে রয়্যাল প্রিন্স আলফ্রেড এবং আরেকজনকে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, দুই জন কালো পোশাক পরা ব্যক্তি একটি সেতু থেকে গুলি চালাচ্ছিলেন, যা দেখে উপস্থিত লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছিল। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিস মিনস হামলার নিন্দা জানিয়েছেন এবং জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
হামলার তদন্ত এখনও চলছে, পুলিশ ও কর্তৃপক্ষ এলাকাটি নিরাপদ করার সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে।










