গাঁজার পুনর্গঠনে ‘নেতৃত্ব’ দিতে চায় ইতালি
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার স্থিতিশীলতা ও পুনর্গঠনে ‘নেতৃত্বস্থানীয় ভূমিকা’ পালনের ব্যাপারে ইতালির দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইতালির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মেলোনি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনে ইতালির সংকল্প পুনর্ব্যক্ত করেছেন এবং এতে প্রেসিডেন্ট আব্বাস পূর্ণ সমর্থন দিয়েছেন।
মেলোনি ও আব্বাস আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সুসংহত করার প্রয়োজনীয়তা নিয়ে তারা কথা বলেন।
এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কর্মসূচিতে ইতালির সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন মেলোনি। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরুর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয়নি। চুক্তির মানবিক প্রোটোকল লঙ্ঘন করে ইসরায়েল ত্রাণবাহী ট্রাক প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। যুদ্ধবিরতি সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে।








