61656

সৌদি যুবরাজ ও জাতিসংঘ মহাসচিবের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বৈঠকে মিলিত হয়েছেন। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মোহাম্মদ বিন সালমান এবং অ্যান্তোনিও গুতেরেস
সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আল-ইয়ামামা প্রাসাদে অনুষ্ঠিত এই আলোচনায় দুই পক্ষ বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো নিয়েও কথা বলেছেন।

ads

জাতিসংঘের অ্যালায়েন্স অব সিভিলাইজেশনের ১১তম গ্লোবাল ফোরামে যোগ দিতে বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন আন্তোনিও গুতেরেস। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর রিয়াদে এই ফোরাম অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক সফরের অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব ইরাকও সফর করবেন। সেখানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমআই) বন্ধের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। এছাড়া ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে দেখা করতে দেশটি সফর করবেন জাতিসংঘ প্রধান। সেখানে ইয়েমেন পরিস্থিতি ও আঞ্চলিক অন্যান্য বিষয় নিয়ে তাদের আলোচনার কথা রয়েছে।

ads
ad

পাঠকের মতামত