নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ধানের শীষ প্রার্থীর পক্ষে তাৎক্ষণিক মিছিল
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা কান্দিরপাড়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু সাঈদ, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক আবু হানিফ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ন কবির, মহানগর বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু,, সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মোশারফ হোসেন, দেলোয়ার জোসেন, মো: সোহাগ মজুমদার, সাজেদুল ইসলাম সবুজ, শওকত আলী বকুল, ওমর ফারুক চৌধুরী সুমন, মো. নাছির উদ্দিন, মো. মাহমুদুর রহমান প্রমুখ।
মিছিল শেষে লাকসাম রোডে একসমাবেশে নেতারা বলেন, ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী একজন পরীক্ষিত নেতা। তিনি এলাকার উন্নয়ন করেন। মানুষের প্রত্যাশা পূরণ করেন। তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ জানাই অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে। ১২ ফেব্রিয়ারি যে নির্বাচন হবে কুমিল্লা-০৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী বিজয়ী হবেন। এ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি ভূমিকা রাখবেন।










