চীনের অনুমোদন নিয়ে দালাই লামার উত্তরাধিকার চিহ্নিত করতে হবে: পঞ্চেন লামা
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতী বৌদ্ধ নেতা পঞ্চেন লামা দালাই লামার উত্তরাধিকারের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে, পুনর্জন্ম (নতুন দলাই লামা নির্ধারণ) অবশ্যই চীনা আইন মেনে চলতে হবে এবং বেইজিং কর্তৃক অনুমোদিত হতে হবে।
সোমবার শিগাৎসেতে এক সরকারী সিম্পোজিয়ামে বক্তৃতাকালে দালাই লামার পরে তিব্বতী বৌদ্ধধর্মের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব পঞ্চেন লামা বলেছেন যে. পুনর্জন্মপ্রাপ্ত ‘জীবন্ত বুদ্ধদের’ চীনের ভেতর থেকেই চিহ্নিত করতে হবে এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে।
এটি ‘দেশের বাইরের সংস্থা বা ব্যক্তিদের কোনও হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়াই’ করা উচিত, তিনি আরও যোগ করেন। পঞ্চেন লামা আরও বলেছেন যে পুনর্জন্মপ্রাপ্ত ‘জীবন্ত বুদ্ধদের’ সনাক্তকরণের প্রক্রিয়াটি চীনা আইন মেনে চলতে হবে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে সমুন্নত রাখতে হবে।
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার পুনর্জন্মের ব্যবস্থা নিয়ে বেইজিং এবং তার মধ্যে অব্যাহত বিরোধের মধ্যে এই মন্তব্য এসেছে। ১৯৫৯ সালে পিপলস লিবারেশন আর্মি তিব্বতে সশস্ত্র বিদ্রোহ দমন করার পর থেকে বর্তমান দালাই লামা ভারতে নির্বাসিত রয়েছেন। বেইজিং তাকে ১৯৮০ এবং ২০০৮ সালে তিব্বতে অস্থিরতার জন্য দায়ী বলে অভিযোগ করে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: এসসিএমপি।










