61647

কুসিকের অধীনস্থ সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ

নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের অধীনস্থ সকল কার্যালয় প্রাঙ্গণ শতভাগ তামাকমুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক মো. শাহ আলম।

বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট)-এর যৌথ আয়োজনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

ads

শাহ আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ বিষয়ে আয়োজক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে শিগগিরই বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।

সভায় তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি ও পরিবেশগত বিপর্যয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক হাসানুল হাসিব আল গালিব। তিনি পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদের ঝুঁকির বিষয় তুলে ধরেন।

ads

বক্তারা বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন অফিসে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সেখানে ধূমপান করা হলে অধূমপায়ীরাও পরোক্ষভাবে আক্রান্ত হন। তাই সবার নিরাপত্তায় অফিস প্রাঙ্গণকে তামাকমুক্ত ঘোষণা করা জরুরি।

সভায় জানানো হয়, ইতোমধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় তামাকমুক্ত ঘোষণা করেছে। কুমিল্লা সিটি করপোরেশনও দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করা করলে নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক পারভীন হাসান এবং কর্মসূচি কর্মকর্তা গোলাম মোস্তফা রনি।

সভায় সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত