ফ্রান্সে পাশ সংসদীয় বাজেট, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ল্যকর্নু
আন্তর্জাতিক ডেস্ক: সামান্য ব্যবধানেই মঙ্গলবার দেশের সামাজিক সুরক্ষার বাজেট পাশ করলো ফ্রান্সের জাতীয় অ্যাসেম্বলি। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেশের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকর্নু।
এই বছর শেষ হওয়ার আগেই ২০২৬-এর সরকারি ব্যয়ের পরিকল্পনা তার চূড়ান্ত করার কথা।
ads
এই বছর ফ্রান্সের সামাজিকসুরক্ষার বাজেটে ব্যয় সংকোচ করা হয়েছে। তার কোপ পড়েছে পেনশন প্ল্যানেরউপর। ফ্রান্সের পার্লামেন্টের নিম্ন কক্ষে মাত্র ২৪৭-২৩৬ ভোটের ব্যবধানে নতুন এই বাজেট পাশ হলো। নিম্ন কক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ল্যকর্নু।
এর পরে সেনেট হয়ে আবার নিম্ন কক্ষে ফিরে আসবে এই বাজেট।
ads










