61601

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

ads

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন আলোচনা চলছিল। কারণ দুজনই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এর আগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করলেও পদত্যাগ করার ঘোষণা দেননি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তবে সংবাদ সম্মেলনে নিজের মন্ত্রণালয়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি। পদত্যাগ প্রসঙ্গে তখন তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।

ads

সংবাদ সম্মেলনে আসিফ বলেন, নির্বাচন করব, তবে কোন দল থেকে করব তা পরে জানাব।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এদিকে, আজ বুধবার প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে ছাত্র-তরুণদের রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি।

ad

পাঠকের মতামত