61557

আসাদের পতনের প্রথম বর্ষপূর্তিতে সিরিয়া পুনর্গঠনে ঐক্যের আহ্বান শারার

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রথম বর্ষপূর্তিতে আজ সোমবার সিরিয়ার জনগণকে দেশ পুনর্গঠনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ads

গত বছরের নভেম্বরে শারার নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট হঠাৎ আন্দোলনে নামে। ব্যাপক সংঘাতের পর গত বছরের ৮ ডিসেম্বর দামেস্ক দখলে নিয়ে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটায় তারা।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানায়, সোমবার দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে ফজরের নামাজ আদায়ের পর শারা দামেস্কে প্রবেশকারী যোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করেন।

ads

এক বছর আগের মতো আজও তিনি সামরিক পোশাক পরিধান করেছেন। তিনি বলেন, ‘সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী সিরিয়া গড়ে তুলতে হবে। স্থিতিশীলতা দৃঢ় করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং যে ত্যাগের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে, তাকে সম্মান জানাতে হবে।’

গত নভেম্বরের শেষের দিক থেকে সিরিয়ার জনগণ বিজয় আন্দোলনের প্রথম বার্ষিকী পালন করছে। সোমবার দামেস্কে সামরিক কুচকাওয়াজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই উদযাপন করা হয়। শারা দিনটিতে নির্ধারিত ভাষণও দেন।

জঙ্গিবাদের অতীত থেকে বেরিয়ে আসা শারা দেশের আন্তর্জাতিক অবস্থান ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তিনি নিষেধাজ্ঞারও শিথিলতা পেয়েছেন। তবে, নিরাপত্তা নিশ্চিত করা, ভেঙে পড়া প্রতিষ্ঠান পুনর্গঠন, জনগণের আস্থা ফিরে পাওয়া এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘সামনে শুধু রাজনৈতিক রূপান্তরই অপেক্ষা করছে না, ভাঙা সমাজকে আবার গড়ে তোলা এবং গভীর বিভাজন নিরাময়ের সুযোগও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি সিরীয়র জাতি, ধর্ম, লিঙ্গ বা রাজনৈতিক মত নির্বিশেষে নিরাপদ, সমান ও মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার সুযোগ সুনিশ্চিত করার পথ এখানেই।’

চলতি বছরের মার্চের এক চুক্তি অনুযায়ী, বছর শেষ হওয়ার আগেই কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে আসার কথা। তবে এখনো অগ্রগতি আটকে আছে।

গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে কুর্দি নেতা মাজলুম আবদি চুক্তির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লিখেছেন, এই চুক্তিই ‘স্বাধীনতা, ন্যায় ও সমতার মূল্যবোধে সমৃদ্ধ একটি গণতান্ত্রিক, বিকেন্দ্রীকৃত সিরিয়া গড়ার ভিত্তি।’

ad

পাঠকের মতামত