কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
নিউজ ডেস্ক: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) ইউনিটের পালাবাদল হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞাপ্তিতে নতুন কমিটির নাম প্রকাশ হয়। ঘোষণামতে ২০২৬ সালের জন্য সভাপতি মাহমুদা খানম, সাধারণ সম্পাদক আফশারুল ইসলাম সাফিন। পাশাপাশি ঘোষিত কমিটিতে জোনাল প্রতিনিধি হয়েছেন মোঃ হাবিবুর রহমান ফাহিম।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আহাম্মদ ও সুপ্ত দত্ত, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মো: সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাকিয়া সুলতানা, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার নিশি,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া ইরিন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদুল ইসলাম সাব্বির, মো: রাফি হোসেন, মো: আশরাফুল ইসলাম আসিফ, আমিনুর রহমান খালিদ এবং তানজিলা রহমান তন্নি।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মাহমুদা খানম ইনকিলাবকে জানায়, কার্যকরী পরিষদে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করা আমার জন্য একদিকে যেমন বড় সম্মান, অন্যদিকে তেমনি এক বিশাল দায়িত্ব। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই সাবজেক্ট কমিটির প্রতি, যারা আমার প্রতি আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছে।
২০২৬ সালকে আমরা রক্তদানে স্বয়ংসম্পূর্ণতা, কার্যক্রমে স্বচ্ছতা এবং মানবসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের বছর হিসেবে গড়ে তুলবো, এটাই আমার প্রত্যাশা।উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিট রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করে আসছে।










