61476

কুমিল্লায় ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

নিউজ ডেস্ক: কুমিল্লায় ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট মৌসুমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু. রেজা হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বকতিয়ার রহমান গাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, আসিফ তরুণাভ এবং খালেদ সাইফুল্লাহ।

ads

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক ইমদু, ক্লাব অফিশিয়াল মাহবুবুল আলম চপল, সাইফুল আলম বাবু, আল আমিন ভুইয়া, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট সদস্য হাবীব মোবাল্লেগ জেমস।এসময় ক্লাব কর্মকর্তা, কোচরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে নিয়মিত লীগ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এ মৌসুমে নতুন প্রতিভা উঠে আসবে এবং কুমিল্লার ক্রিকেট আরও শক্তিশালী ভিত্তি পাবে।

ads

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলতি মওসুমে দুইটি গ্রুপে মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। লীগজুড়ে বিভিন্নদিনে স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের ম্যাচেও খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ad

পাঠকের মতামত