61464

চীনে বন্ধুত্বপূর্ণ পরিবেশে শি-ম্যাক্রোঁর মতবিনিমিয়

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বন্ধুত্বপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। শুক্রবার চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরের তু চিয়াং ইয়ানে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চীনা প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তু চিয়াং ইয়ান জলসেচ প্রকল্পের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, তু চিয়াং ইয়ান হলো বিশ্বজুড়ে এখনও ব্যবহৃত হচ্ছে, এমন একমাত্র প্রাচীন জলসেচ প্রকল্প। এটি মানবজাতি ও প্রকৃতির মধ্যে সুষম সহাবস্থানের অন্যতম সফল ও প্রাচীনতম অনুশীলন। এর নির্মাণ প্রক্রিয়া চীনাদের আত্ম-উন্নতির চেতনা, অধ্যবসায় এবং অগ্রগামী চেতনার সম্পূর্ণ প্রতিফলন ঘটায়।

ads

শি বলেন, প্রতিবার আমি তু চিয়াং ইয়ানে এসে পূর্বপুরুষদের ভৌগোলিক অবস্থা অনুযায়ী বুদ্ধিমত্তা দিয়ে জলের পরিচালনা এবং এর মাধ্যমে জনগণের লাভবান হওয়ার মহত্ত্ব অনুভব করতে পারি। এ থেকে দেশ পরিচালনার অনেক জ্ঞান অর্জন করা যায়। ফ্রান্সেরও অনুরূপ চেতনা রয়েছে, তাই চীন ও ফ্রান্স অন্য দেশের চেয়ে একে অপরের প্রতি আরও ভালোভাবে বুঝতে পারে এবং সম্মান করতে পারে।

জবাবে ম্যাক্রোঁ বলেন, দুই হাজার বছরেরও বেশি আগে নির্মিত জলসেচ প্রকল্পটি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা চীনা জনগণের প্রজ্ঞা ও কঠোর পরিশ্রমের প্রশংসার দাবি রাখে।

ads

তিনি আরও বলেন, চীন ও ফ্রান্সের সুদীর্ঘ ইতিহাস রয়েছে এবং দুই দেশের সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করবে।

মতবিনিময়ের সময় শি জিনপিং বলেন, চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা কেবল দুটি স্বাধীন রাষ্ট্রের ‘করমর্দন’ নয়, বরং এটি দুটি মহান সভ্যতার সংমিশ্রণ। তিনি মনে করেন, চীন ও ফ্রান্স সংলাপ ও সহযোগিতার মাধ্যমে যৌথভাবে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং মানবজাতির উন্নয়নে আরও বড় অবদান রাখতে পারবে।

দুই রাষ্ট্রপ্রধানই ঘনিষ্ঠ আদান-প্রদান ও যোগাযোগ বজায় রাখতে এবং যৌথভাবে চীন-ফ্রান্স সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ককে এগিয়ে নিতে সম্মত হয়েছেন।

সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন ম্যাক্রোঁর

শুক্রবার বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীনের ছেংতু শহরে অবস্থিত সিছুয়ান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে সিছুয়ান বিশ্ববিদ্যালয় ফ্রান্সের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক অংশীদারত্বের সম্পর্ক স্থাপন ও সম্প্রসারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীদারদের মধ্যে রয়েছে সায়েন্সেস পো, প্যারিস ন্যান্টেরে বিশ্ববিদ্যালয়, তুলুস বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস সহ প্রায় ২০টি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রায় ২০টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চীনের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর ছেংতু; যা দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শহর এবং আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ১৯৮১ সালে ছেংতু ও ফ্রান্সের মন্টপেলিয়ার দুই দেশের মধ্যে প্রথম মৈত্রী শহর (সিস্টার সিটি) সম্পর্ক স্থাপন করে।

সূত্র: সিএমজি

ad

পাঠকের মতামত