61436

ঐক্যবদ্ধ শক্তি সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে পারলে রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মতো শক্তি তৈরি হয়। ঐক্যবদ্ধ শক্তি আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ঈদগাহ ময়দানে আয়োজিত ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ads

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যদি সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এমন এক প্রকাণ্ড শক্তি তৈরি হবে যা রাষ্ট্র ও আইন বিভাগের ওপরও প্রভাব ফেলতে সক্ষম। আর যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে রাষ্ট্রই আপনার ওপর প্রভাব বিস্তার করবে। আমাদের সামাজিক শক্তি আছে, আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই। আমরা আগামীদিনে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি।

তিনি বলেন, চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি বন্ধ করতে পারলে অল্প সময়েই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে। এই দেশের সম্পদ আমরা চুরি করব না, বিদেশে পাচারও করব না। আমাদের শেষ ঠিকানা মাতৃভূমি বাংলাদেশ।

ads

কুমিল্লা মেডিকেল সেন্টারের অন্যতম উদ্যোক্তা নূর উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশ্ববরেণ্য ক্বারি আহমাদ বিন ইউসুফ আযহারি, আহমাদ আল জাওহারি, মাহদি গোলাম নেযাদ, আনওয়ারুল হাসান শাহ বুখারি ও মুহাম্মদ নাযির আসগার উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক।

ad

পাঠকের মতামত