শ্রীমন্তপুর নিবাসী এমদাদুল হক পক্কুর ইন্তেকাল
নিউজ ডেস্ক: বুড়িচং উপজেলার শ্রীমন্তপুর নিবাসী ও আনন্দপুর পশ্চিমপাড়াস্থ হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য এবং সাবেক সেনাবাহিনী সুবেদার অবসর এমদাদুল হক পক্কু (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৩ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম এমদাদুল হক পক্কুর ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার, সৈনিক কল্যাণ সমিতির সভাপতি , হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটি আনন্দপুর এর সভাপতিসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় মরহুমের মেঝো ছেলে নাজমুল হক ইমন জানাযায় উপস্থিত সকলের কৃতজ্ঞতা প্রকাশ ও তার বাবার জন্য দোয়া কামনা করে। মরহুমের জানাযায় বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।










