61424

ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলার তাগিদ দিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সেখানে আরও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। মঙ্গলবার রাজধানী বার্লিনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে সংঘাত বন্ধ রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো অত্যন্ত জরুরি।

জোহান ওয়াদেফুল বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই গাজায় যুদ্ধবিরতি মেনে চলতে হবে এবং বিশেষ করে আরও বেশি মানবিক সহায়তার ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও জানান, তারা ইসরায়েলে তাদের মধ্যস্থতাকারীদের কাছে বারবার এই বিষয়টির ওপর জোর দিয়েছেন।

ads

জার্মান পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পূর্ণ বাস্তবায়নে সকল পক্ষের অংশগ্রহণ অব্যাহত রাখা। গাজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্থিতিশীলতা মিশন তৈরির ওপর প্রধান মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণ মিশনের প্রতি সমর্থন জানান এবং এতে যোগদানের জন্য জার্মানির প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

গাজায় ইসরায়েলের দুই বছরের যুদ্ধে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। চলতি বছরের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ এই জনপদে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে।

ads

এদিকে ওয়াদেফুল সুদানের সংঘাত নিয়েও কথা বলেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নভেম্বরের শেষের দিকে যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, তা মেনে চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

ad

পাঠকের মতামত