61407

ইইউর ‘সেফ’ প্রতিরক্ষা উদ্যোগে যোগ দিচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত উদ্যোগ ‘সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ’ (এসএএফই)-এ অংশ নিতে সম্মত হয়েছে কানাডা। সোমবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কানাডার নতুন সরকার সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন, পুনঃসজ্জিত ও বিনিয়োগের মাধ্যমে ঢেলে সাজাচ্ছে। আমাদের লক্ষ্য হলো, বাহিনীর সদস্যদের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।’ এতে আরও বলা হয়, ‘এই লক্ষ্যের অংশ হিসেবে কানাডা চলতি বছরের শুরুতে ইইউর সঙ্গে একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে এবং ইইউর ‘রেডিনেস ২০৩০’ পরিকল্পনার অন্যতম স্তম্ভ এসএএফই-তে অংশগ্রহণের জন্য আলোচনা শুরু করে।’

ads

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এসএএফই-তে কানাডার অংশগ্রহণের আলোচনা সফলভাবে শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে কানাডার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য শত শত কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের সুযোগ তৈরি হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইইউ নেতারা ২০২৫ সালের মে মাসে এসএএফই উদ্যোগটি গ্রহণ করেন। এর আওতায় জরুরি প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা ত্বরান্বিত করতে প্রতিযোগিতামূলক মূল্যে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। এই উদ্যোগটি ইউরোপীয় কমিশনের ‘রিআর্ম ইউরোপ প্ল্যান/রেডিনেস ২০৩০’-এর একটি অংশ, যার লক্ষ্য ইইউজুড়ে প্রতিরক্ষা খাতে ৮০০ বিলিয়ন ইউরোর (প্রায় ৯২৮ বিলিয়ন ডলার) বেশি বিনিয়োগ উন্মুক্ত করা।

ads

যদিও এই ঋণ শুধু ইইউ সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য, তবে ইউক্রেন এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ) ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার (ইএফটিএ) দেশগুলোও এই প্রকল্পের অধীনে যৌথ কেনাকাটায় অংশ নিতে পারবে।

প্রধানমন্ত্রী কার্নি বিবৃতিতে বলেন, ‘এই বিপজ্জনক ও বিভক্ত বিশ্বে কানাডা এবং ইইউ তাদের প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও শক্তিশালী করছে।’ তিনি আরও যোগ করেন, ‘এসএএফই-তে কানাডার অংশগ্রহণ সক্ষমতার ঘাটতি পূরণ করবে, কানাডীয় সরবরাহকারীদের জন্য বাজার সম্প্রসারিত করবে এবং কানাডায় ইউরোপীয় প্রতিরক্ষা বিনিয়োগ আকর্ষণ করবে।’

ad

পাঠকের মতামত