ইউক্রেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ, তবে আরও অগ্রগতি প্রয়োজন: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধ বন্ধে আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতার জন্য আরও অগ্রগতি অর্জন করতে হবে। ফ্লোরিডায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত দুই সপ্তাহ ধরে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার (৩০ নভেম্বর) এই বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের একটি ২৮ দফা শান্তি-প্রস্তাব ফাঁস হওয়ার পর দফায় দফায় আলোচনা বৃদ্ধি পায়। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন। উইটকফ আগামী সপ্তাহে আলোচনার জন্য মস্কো সফর করবেন।
ইউক্রেনের পূর্ববর্তী প্রধান আলোচক আন্দ্রি ইয়ারমাকের স্থলাভিষিক্ত হয়েছেন উমেরভ। নিজ বাসভবনে দুর্নীতিবিরোধী অভিযানের পর ইয়ারমাক পদত্যাগ করলে এই পরিবর্তন আনা হয়।
রুবিও বলেন, শুধু যুদ্ধ থামানোর শর্ত নয়, দীর্ঘমেয়াদে ইউক্রেনের সমৃদ্ধির ভিত্তি কীভাবে গড়া যায়, সেটিও গুরুত্বপূর্ণ। আজ সেই পথে আমরা অগ্রগতি করেছি।
তিনি ইউক্রেনীয় প্রতিনিধিদের বলেন, শান্তি আলাপের লক্ষ্য হলো ইউক্রেনকে “সার্বভৌম, স্বাধীন ও সমৃদ্ধ” রাখা।
বৈঠকের শুরুতে উমেরভ বলেন, আমরা ইউক্রেনের ভবিষ্যৎ, নিরাপত্তা, আগ্রাসনের পুনরাবৃত্তি ঠেকানো, সমৃদ্ধি এবং পুনর্গঠন নিয়ে আলোচনা করছি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের কথা শুনছে, সমর্থন দিচ্ছে এবং পাশাপাশি কাজ করছে। পরে তিনি আলোচনাকে “উৎপাদনশীল ও সফল” বলেন, আর রুবিও একে “খুবই কার্যকর” বলে উল্লেখ করেন।
রবিবার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প জানান, আলোচনাগুলো “ভালোভাবে এগোচ্ছে” এবং সংঘাত শেষ করতে একটি চুক্তির ভালো সম্ভাবনা আছে। তিনি আরও জানান, সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে উইটকফ এবং সম্ভবত কুশনার এই সপ্তাহে মস্কো গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে বলেন, আলোচনায় গঠনমূলক অগ্রগতি গুরুত্বপূর্ণ এবং সব বিষয় খোলামেলা ও ইউক্রেনের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যেই আলোচনা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










