61361

কুয়েত বইমেলায় সৌদির পক্ষ থেকে ৫ হাজারের বেশি কুরআন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আওকাফ, দাওয়াহ ও হিদায়াহ মন্ত্রণালয় কুয়েতের ৪৮তম আন্তর্জাতিক বইমেলায় ৫ হাজারেরও বেশি কুরআনের কপি বিনামূল্যে বিতরণ করেছে।

আল-মাদিনাহ পত্রিকার বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, মন্ত্রণালয়ের বিশেষ প্যাভিলিয়নে বিভিন্ন আকারের উচ্চমানের সৌদি মুদ্রিত কুরআন, বিভিন্ন ভাষায় কুরআন অনুবাদ প্রকল্প এবং সৌদির বিভিন্ন ইসলামি কার্যক্রম নিয়ে প্রদর্শনী হয়। এ প্যাভিলিয়নটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

ads

সৌদি আরবের এই অংশগ্রহণের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মেলায় উপস্থিতি জোরদার করা, বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং কুরআনের বার্তা বিস্তার করা।

৪৮তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা গত ২০ নভেম্বর (২৮ অগ্রহায়ণ) শুরু হয়েছিল এবং শনিবার ২৯ নভেম্বর (৮ অগ্রহায়ণ) সমাপ্ত হয়। এবারের মেলায় ৩৩টি আরব ও অনারব দেশের ৬১১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার মূল স্লোগান ছিল “সাংস্কৃতিক রাজধানী; বইয়ের দেশ”।

ads

এ বছর কুয়েতকে ২০২৫ সালের জন্য আরব সাংস্কৃতিক ও মিডিয়া রাজধানী ঘোষণা করা হয়েছে। মেলার সম্মানিত অতিথি দেশ হিসেবে ছিল ওমান।

ad

পাঠকের মতামত