61078

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

নিউজ ডেস্ক: সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

ads

তোফায়েল আহমেদের শ্যালক মামুন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে ডা. তাছলিমা আহমেদ মুন্নি, জামাতা ডা. তৌহিদসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ads

১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন সম্ভ্রান্ত তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।

আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামার শেষে ভোলার বাংলাবাজারে জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশে কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

ad

পাঠকের মতামত