তুরস্কে ভয়াবহভাবে কমছে জন্মহার, ‘বিপর্যয়ের’ সতর্কবার্তা দিলেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ২০২৪ সালে দেশের মোট জন্মহার ১.৪৮ শতাংশে কমে এসেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পরিস্থিতিকে ‘বিপর্যয়’ বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) এরদোয়ান রাজধানী আঙ্কারায় পরিবার ও সংস্কৃতি-শিল্প সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি পারিবারিক প্রতিষ্ঠানের মুখোমুখি ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
জনসংখ্যাগত সংকটের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মুখোমুখি। কারণ সরকারি তথ্য দেখায় যে, গত বছর দেশের মোট জন্মহার ১.৪৮ শতাংশে নেমে এসেছে।’
এরদোগান বলেন, ‘ক্রমহ্রাসমান জন্মহার আমাদের ভবিষ্যতের জন্য উচ্চস্বরে বিপদের ঘণ্টা বাজাচ্ছে এবং যারা এই দেশের ভাগ্য নিয়ে চিন্তা করে, তারা কেউই উদাসীন থাকতে পারে না।’
তুরস্ক ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম জন্মহারের দেশ এবং বিশ্বব্যাপী জন্মহারের গড় হারের চেয়েও কম।
এরদোগান বলেন, ‘আমরা লিঙ্গ-নিরপেক্ষতা আরোপ এবং এলজিবিটি আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কোনো ছাড় বা আত্মতুষ্টির সুযোগ দিচ্ছি না।’
তিনি জোর দিয়ে বলেন, বিশ্বব্যাপী পুঁজিবাদ নতুন নতুন ফ্রন্ট খুলছে। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এবং ডিজিটাল ঘেরাটোপ তীব্রতর হচ্ছে। এমন এক সময়ে তুরস্ক পরিবারকে রক্ষা করছে।









