নির্মান শ্রমিকদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়
নিউজ ডেস্ক: সংসদ সদস্য নির্বাচিত হলে কুমিল্লার নির্মান শ্রমিকদের ন্যয্য মজুরী নিশ্চিত করা, শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ ও পাওনা টাকা আদায়ে হয়রানী বন্ধ করা সহ শ্রমিকদের সাংগঠনিক নানান সমস্যা সমাধানের আশ্বাস দিলেন কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। (১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নির্মান শ্রমিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন।
নির্মান শ্রমিক ইউনিয়ন কুমিল্লার সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ডের সাবেক সিটি কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান, নির্মান শ্রমিক ইউনিয়ন কুমিল্লার সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, প্রচার সম্পাদক ইউনুস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মিয়া। অনুষ্ঠানে নির্মান শ্রমিকরা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।










