60900

ফুটবলারদের নিরাপত্তায় নতুন নিয়ম আনছে ফিফা

স্পোর্টস ডেস্ক: ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে গত কয়েক বছর ধরেই অভিযোগ করে আসছেন ফুটবলাররা। ক্লাব ফুটবলের চাপের সঙ্গে জাতীয় দলের ম্যাচ যোগ হওয়ায় চোটের ঝুঁকিও বেড়েছে। তবে এবার ফুটবলারদের সুরক্ষায় নতুন নিয়ম আনছে বিশ্ব ফুটবলারের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

গত রোববার মরক্কোর রাবাটে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ফিফার শীর্ষ কর্মকর্তারা।

ads

সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ৩০টি দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই সভা চলতি বছরের জুলাইয়ে নিউইয়র্কে ফিফা ক্লাব বিশ্বকাপের সময়ে শুরু হওয়া ইতিবাচক আলোচনার ধারাবাহিকতা।

এন্ড্রিককে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন আনচেলত্তি
সভায় জুলাইয়ে ঘোষিত নতুন নীতিমালা বাস্তবায়নের পুনর্বার সমর্থন জানানো হয়, যা খেলোয়াড়দের চোটের ঝুঁকি কমাতে সাহায্য করবে। প্রধান চারটি নীতিমালা হলো— দুটি ম্যাচের মধ্যে কমপক্ষে ৭২ ঘণ্টার বিরতি, দুটি মৌসুমের মধ্যে তিন সপ্তাহের বাধ্যতামূলক ছুটি, প্রতি সপ্তাহে একটি বিশ্রামদিন এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ ও আবহাওয়ার প্রভাব বিবেচনায় রাখা।

ads

সভায় ফিফা প্রেসিডেন্ট বলেন, ফিফায় আমরা বিশ্বজুড়ে খেলোয়াড়দের কল্যাণ ও কর্মপরিস্থিতি আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাস্তব ও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করে ফুটবলকে ভবিষ্যতের জন্য আরও ভালো করার লক্ষ্যে কাজ করছি।

অবশ্য এই নীতিমালা এখনই কার্যকর হচ্ছে না। মূলত, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ad

পাঠকের মতামত