60871

কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। নগরীর কান্দিরপাড় থেকে শুরু করে রাজগঞ্জ মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কৌরেশী দীপ্ত। মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ফল দোকানিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কৌরেশী দীপ্ত জানান, কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে রাজগঞ্জ পর্যন্ত সড়কটির জন গুরুত্বপূর্ণ। সড়কের ফুটপাত এবং রাস্তা দখল করে কাপড়, ফল, স্টেশনারি সহ বিভিন্ন দোকানিরা ভাসমান অবস্থায় হকারি করে আসছে। এতে সাধারণ মানুষের চলাচল প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে। তাই কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান যেসব এবং মাচা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে ও যেন এসব দোকানপাট না বসতে পারে সেজন্য সতর্ক করা হয়।

ads

উল্লেখ্য কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র রাজগঞ্জ থেকে কান্দিরপাড় পর্যন্ত অবৈধ হকার এবং দোকানদারদের কারণে সড়কের যান চলাচল ব্যাহত হয়। প্রতিনিয়ত তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

ads
ad

পাঠকের মতামত