60787

সিসিএন বিশ্ববিদ্যালয়ের সাথে ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কোটবাড়ি এলাকায় সবুজে ঘেরা নান্দনিক পরিবেশে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট ও সিসিএন মডেল কলেজের সাথে কুমিল্লার বারপাড়ায় অবস্থিত ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা নগরীর ঝাউতলায় অবস্থিত কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের সাথে পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার রুমে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ads

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ডক্টর মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান রইস আবদুর রব।

ads

এসময় ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি পরিচালক ডা. মোঃ রাকিবুল ইসলাম, সিসিএন বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আলী হোসেন চৌধুরী, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান সহকারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম জুমান, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পৃথক দুটি সমঝোতা চুক্তির মাধ্যমে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন মডেল কলেজ তথা সিসিএন শিক্ষা পরিবারের হাই অফিসিয়াল, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় প্রতিষ্ঠান দুটি থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন।

পাশাপাশি সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠানগুলো তথা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিসিএন মডেল কলেজ থেকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের হাই অফিসিয়াল, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা বিশেষ সুবিধা পাবেন।

ad

পাঠকের মতামত