পবায় ৩৯ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সৌদি দুম্বার মাংস বিতরণ
নিউজ ডেস্ক: রাজশাহীর পবা উপজেলার ৩৯টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সৌদি সরকারের দেওয়া কোরবানির দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এই মাংস বিতরণ করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাপ্ত মোট ২২ কার্টুন দুম্বার মাংস উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় দুর্গা পারিলা ইসলামী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল হামিদ বলেন, সৌদি সরকারের এই উপহার আমাদের এতিমখানার শিশুদের জন্য আনন্দের। এতে তারা ভালো খাবার পাবে। এমন উদ্যোগ সামাজিক সহমর্মিতা বৃদ্ধি করে এবং দুস্থ ও এতিমদের মধ্যে আনন্দ ও স্বস্তি বয়ে আনে।
মাংস হাতে পেয়ে জান্নাতুল নূর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মো. আল আমিন বলেন,“এতিমদের জন্য এটি মানবিক সহায়তার দৃষ্টান্ত।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান বলেন, কোরবানির এই দুম্বার মাংস বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা দুস্থ ও এতিমদের মধ্যে সরাসরি সাহায্যের পাশাপাশি সমাজে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাংস সঠিকভাবে তাদের মধ্যে বিতরণ করা হবে।











