60494

সৌদি আরবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-সামানি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সর্বোচ্চ বিচারিক সংস্থা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের জারি করা রয়্যাল ডিক্রির মাধ্যমে এই নতুন কাঠামো ঘোষণা করা হয়েছে। এ কাউন্সিলে সৌদির ন্যায়বিচারমন্ত্রী ড. ওয়ালিদ আল-সামানি পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, রয়্যাল ডিক্রি অনুযায়ী, নতুন কাউন্সিলে সদস্য হিসেবে থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ন্যায়বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রীসহ আরও কয়েকজন অভিজ্ঞ বিচারপতি।

ads

ড. আল-সামানি এক বিবৃতিতে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নেতৃত্বের অবিচল সমর্থন সৌদি বিচার ব্যবস্থার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রয়্যাল আদেশ অনুযায়ী চার বছরের জন্য কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আবদুল লতিফ আল-সাবিল, শেখ মাজিদ আল-রুজাইয়ি, শেখ আবদুস সালাম আল-ঘামদি ও শেখ সালেহ আল-ওমারি। এছাড়া শেখ ফাহদ আল-মাজেদ, শেখ আহমেদ আল-আসমারি, শেখ ইব্রাহিম আল-আত্রাম এবং শেখ মিশআল আল-আরিনি পরবর্তী চার বছরের জন্য কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন।

ads

অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর বদর বিন আবদুল মোহসেন, প্রফেসর আবদুল্লাহ আল-হামাদ এবং ড. মিশ আল আল-মাসআদ। নিয়োগপ্রাপ্ত সদস্যরা বাদশাহ ও ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ad

পাঠকের মতামত