60421

নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক: দেশে শান্তি, ন্যায় ও নীতি-আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে নগরীর কচুয়া চৌমুহনীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ads

মুফতি ফয়জুল করীম বলেন, ‘দেশে টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক প্রশাসন। জনগণ চায় এমন বাংলাদেশ, যেখানে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।’

তিনি আরও বলেন, দল বা নেতৃত্বের পরিবর্তনের চেয়ে বড় বিষয় হলো চিন্তাধারা ও নৈতিকতার পরিবর্তন। সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক তৈরি হলে বাংলাদেশ হবে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র।

ads

দেশের উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও সুশাসন নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নীতি ও আদর্শের ভিত্তিতে দেশের অগ্রযাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে।

সমাবেশে মুফতি ফয়জুল করীম কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশিদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হোসাইন এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি এনামুল হক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মহানগর উপদেষ্টা আলহাজ কামরুল হাসান খান খোকন এবং সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মুফতি ফয়জুল করীমের নেতৃত্বে দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌর শাখা আয়োজিত উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দূর্বল প্রশাসনের মাধ্যমে কোনো নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয়।

তিনি বলেন, দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ। কোরআন-সুন্নাহর আলোকে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। নবির আদর্শে অনুপ্রাণিত হয়ে আলেম সমাজকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আজ কেন আলেমরা পারবেন না? সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলামি শক্তি ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে।

সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মারকাযুল ফিকরি ওয়াল ইফতা ঢাকা’র পরিচালক মুফতি ওমর ফারুক ইবরাহিমী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, লাকসাম মদিনাতুল ইসলামিয়া ক্বওমী মাদরাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের এবং ইত্তেহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী প্রশাসন গঠন জরুরি। দূর্বল প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আসন্ন নির্বাচনে ব্যর্থতা ঘটলে জনগণ ইউনুস সরকারকে ক্ষমা করবে না।

বক্তারা বলেন, ইসলামই ন্যায়ের প্রতীক, তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ইসলামী মূল্যবোধে ফিরে আসতে হবে।

ad

পাঠকের মতামত