60391

চীনের মহাপ্রাচীরে পাকিস্তানের সঙ্গে প্রথম ফ্যাশন শো

বিনোদন ডেস্ক: পৃথিবীর প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের মেলবন্ধন চীনের মহাপ্রাচীর। এর ব্যাডালিং অংশে অনুষ্ঠিত হলো পাকিস্তান ও চীনের প্রথম যৌথ ফ্যাশন শো। এই আয়োজনের আয়োজন করে পাকিস্তানের রাষ্ট্রদূতাবাস, বেইজিং ও চায়না ইন্টারন্যাশনাল কালচারাল কমিউনিকেশন সেন্টার।

শো-তে পাকিস্তানি ডিজাইনার মাহিন খান, মোআজ্জম আব্বাসি, আইশা তারিক, রিজওয়ানুল্লাহ ও জাইন হাশমি পাকিস্তানি ও চীনা সাংস্কৃতিক উপাদানকে মিলিয়ে তৈরি কালেকশন উপস্থাপন করেন। ফুলের নকশা ও আর্জাক ডিজাইন বিশিষ্ট পোশাকে মডেলরা র‍্যাম্পে হাঁটেন।

ads

চীনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ডিজাইনার লিয়াং স্যুইউন এবং চীনে অবস্থানরত পাকিস্তানি ব্যবসায়ী আকীল চৌধুরী।

শো-তে চীনের উচ্চপদস্থ কর্মকর্তারা, কূটনীতিক, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাকিস্তানের চীনে রাষ্ট্রদূত খালিল হাশমি বলেন, ‌‘এই অনুষ্ঠান ঐতিহাসিক সিল্ক রোডের জীবন্ত চেতনার উদযাপন। এটি কাপড়, শিল্প ও বন্ধুত্বের সেতু হিসেবে কাজ করবে।’

ads

তিনি আরও বলেন, ‘এ বছর পাকিস্তানি রাষ্ট্রপতি আয়ুব খানের মহান প্রাচীরে প্রথম সফরের ৬০তম বার্ষিকীও পূর্ণ হয়েছে। যা এই আয়োজনকে বিশেষ মর্যাদা দিয়েছে।’

দূতাবাসের রাষ্ট্রদূত আরও বলেন, ‘ফ্যাশন শোটি শুধু সাংস্কৃতিক নয়, এটি পাকিস্তানি সৃজনশীলতা ও চীনা বাজারের মধ্যে প্রাকৃতিক সংযোগের প্রমাণ। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককেও আরও মজবুত করবে।’

চায়না ইন্টারন্যাশনাল কালচারাল কমিউনিকেশন সেন্টারের চেয়ারম্যান লং ইউক্সিয়াং বলেন, ‘এই ফ্যাশন শো কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি চীন ও পাকিস্তানের দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার প্রতিফলন। ফ্যাশনের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নের সাধারণ আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। আমরা পাকিস্তানি ফ্যাশন শিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

শোটি পাকিস্তানি ও চীনা সংস্কৃতির মিলনস্থল হয়ে উঠেছে। সেখানে ঐতিহ্য ও আধুনিকতার সৃজনশীল সংমিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে।

ad

পাঠকের মতামত