এশিয়ায় গুরুত্বপূর্ণ সফরে আসছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সপ্তাহে গুরুত্বপূর্ণ সফরে এশিয়া আসছেন। এ সফরে তার মূল নজর থাকবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সম্ভাব্য বৈঠকের ওপর। এমন বৈঠক হলে তা বৈশ্বিক অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২৬ থেকে ২৮ অক্টোবর আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার কথা তার। এখানে ট্রাম্প মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি তদারকি করবেন। এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে আলাপের সম্ভাবনা আছে। তার পরবর্তী গন্তব্য হবে জাপান। সেখানে তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ট্রাম্প জাপানকে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করতে এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরামর্শ দেবেন। সফরের প্রধান আকর্ষণ হিসেবে ট্রাম্প ২৯শে অক্টোবর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে উপস্থিত হবেন দক্ষিণ কোরিয়া। এছাড়াও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকেরও কথা রয়েছে। চীনের সঙ্গে একটি ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন করা এবং ট্রাম্প-শি বৈঠকের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ মিটানোই দৃশ্যত ট্রাম্পের মূল লক্ষ্য। শি জিনপিং-এর প্রভাব ব্যবহার করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে প্রভাবিত করবেন তিনি। তবে বৈঠক বাস্তবায়িত হবে কি না তা এখনো অনিশ্চিত। বিশ্লেষকরা সতর্ক করছেন যে, বড় ধরনের কোনো সাফল্য আশা করা যাবে না। এটি কেবল সম্পর্কের একটি বিষয় হবে। দক্ষিণ কোরিয়ার জন্য ট্রাম্পের সফর অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা অর্জনের সুযোগও।









