60354

আসরানির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বলিউড

বিনোদন ডেস্ক: সোমবার (২০ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতা আসরানি। এদিন বিকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর!

আসরানির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া সিনেদুনিয়ায়। শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমার, অনুপম খের, রাজপাল যাদব-সহ আরও অনেকে।

ads

প্রবীণ সহকর্মীর মৃত্যুশোকে বাকরুদ্ধ খিলাড়িও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তিনি লিখেছেন, “আসরানিজির মৃত্যুতে আমি বাকরুদ্ধ। একসপ্তাহ আগেই তো ‘হাইওয়ান’-এর শুটিংয়ে আমরা একে-অপরকে আলিঙ্গন করলাম। ভীষণ মিষ্টি একজন মানুষ ছিলেন। বিশেষ করে ওর লেজান্ডারি কমিক টাইমিং মনে রয়ে যাবে।”

এসময় অক্ষয় আরো বলেন,“আমার এ যাবৎকালের সমস্ত কাল্ট ছবি ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’, ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’, এমনকী মুক্তির অপেক্ষায় থাকা ‘ভূত বাংলা’, ‘হাইওয়ান’-এও অভিনয় করেছেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। অভিনয়ের জোরে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আসরানি স্যার। ওম শান্তি।”

ads

একাধিক হিন্দি এবং তেলুগু ছবিতে আসরানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনুপম খের। ভিডিও বার্তায় শোকজ্ঞাপন করে বর্ষীয়ান অভিনেতা জানালেন, “আসরানি জি তোমার সুন্দর ব্যক্তিত্ব দিয়ে এই পৃথিবীটাকে আরও ভালো জায়গা তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সে অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন! তোমাকে মিস করব। তবে তোমার সিনেমা এবং মানুষকে হাসানোর ক্ষমতা তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে।”

গোবর্ধন আসরানির প্রয়াণের খবরে শোকে মূহ্যমান রাজপাল যাদবও। ‘ভুল ভুলাইয়া’, ‘ঢোল’ এবং ‘ভূত বাংলা’র মতো একাধিক সিনেমায় প্রবীণ অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাজপাল। দিওয়ালির আবহে আসরানির মৃত্যুর খবরে শোকস্তব্ধ তিনিও। শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, “আসরানি স্যার ‘ভুল ভুলাইয়া’, ‘ঢোল’ হোক বা আমাদের শেষ ছবি ‘ভূত বাংলা’, সব সিনেমার দৃশ্যকে হিট করার জন্য আপনার অবদান অনেক। আমার সৌভাগ্য, আপনার এই দীর্ঘ অভিনয় সফরের অংশ হতে পেরেছি।”

গোবর্ধন আসরানিকে দর্শক সাধারণত একজন দুর্দান্ত কৌতুক অভিনেতা হিসেবেই চেনেন, কিন্তু অনেকেই জানেন না যে উনি এককালে এফটিআইআই-তে শিক্ষকতা করেছেন। অনেক কিংবদন্তী শিল্পীকে সিনেমা শিক্ষার পাঠ দিয়েছিলেন। এমনটাও বলেন এই অভিনেতা- আউটলুক ইন্ডিয়া

ad

পাঠকের মতামত