চলে গেলেন তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান
নিউজ ডেস্ক: তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। বুধবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় রকিব হাসানের বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। রকিব হাসানের ছেলে রাহিদ হাসান গণমাধ্যমকে জানান, তার দু’টি কিডনিতেই সমস্যা হয়েছিল। তিন মাস ধরেই রকিব হাসানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তিনি আরও জানান, রাজধানীর বাসাবোতে তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১২ই ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে। তিন গোয়েন্দার জন্য তিনি একনামে পরিচিত বাংলাদেশের পাঠকের কাছে। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা সিরিজ বাংলাদেশের কয়েক প্রজন্মের পাঠকের কাছে জনপ্রিয়। তার লেখা তিন গোয়েন্দা সিরিজটি প্রথম আলো জরিপে বাংলাদেশের কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি পাঠযোগ্য সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। রকিব হাসান অনুবাদ করেছেন ব্রাম স্টোকারের ড্রাকুলা, এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেল-এর মতো বিখ্যাত লেখকদের অনেক ক্লাসিক বই।










