কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মদের দিনব্যাপী গণসংযোগ
নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, সেলাই মেশিন বিতরণ, মানবিক সাক্ষাৎ ও প্রবাসীর জানাজায় অংশগ্রহণসহ নানা কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগ ও উঠান বৈঠক
সকালে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন, উন্নয়ন ভাবনা উপস্থাপন করেন এবং জামায়াতে ইসলামীর পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
সন্ধ্যায় মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নূরপুর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“সন্ত্রাস, চাঁদাবাজি ও কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ করতে হলে অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াতে ইসলামী মাঠে কাজ করছে।” বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল পরিচালক মাওলানা লুৎফর রহমান খান মাসুম, ১৮ নং ওয়ার্ড আমীর মিয়া মোহাম্মদ আকছির, বাহারুল আনাম ছিদ্দিকী, সাইফুল ইসলাম, আবদুল আহাদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানবিক সহানুভূতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম
দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর কাজী বাড়ি এলাকায় গণসংযোগের সময় তিনি এক ৭০-উর্ধ্ব রিকশাচালকের খোঁজখবর নেন এবং তাঁর পারিবারিক ও স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে জানতে চান। উপস্থিত স্থানীয়দের ভাষায়, “এমন মানবিক রাজনীতিবিদই জনগণের ভরসা।”

রাতে মহানগরীর ১৭ নং ওয়ার্ডে এক অসহায় গৃহিণীর হাতে সেলাই মেশিন তুলে দেন কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি নওমুসলিম গোলাম সারওয়ারসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।
প্রবাসীর জানাজায় অংশগ্রহণ
বাদ জোহর কালিকাপুর কাজী বাড়ি জামে মসজিদে প্রবাসী আব্দুল মুমিত মিলটন (৪২)-এর জানাজায় অংশ নেন তিনি। মরহুম দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন এবং গত ৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে ইন্তেকাল করেন।
জানাজায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, এলাকাবাসীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নির্বাচনী প্রস্তুতি ও তদারকি
পরে তিনি মহানগরীর ১৯ নং ওয়ার্ডে এক দায়িত্বশীল বৈঠকে অংশ নিয়ে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পরদিনের ভোটার সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি নিয়ে নির্দেশনা দেন।










