60106

নকল ওষুধ সরবরাহের কারণে অভিযুক্ত ২ ভারতীয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: ফেন্টানাইলসহ বিপজ্জনক মাদক উপাদানযুক্ত নকল ওষুধ সরবরাহের অভিযোগে ভারতের দুই নাগরিক ও একটি অনলাইন ফার্মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার ২৪ সেপ্টেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত দুই ভারতীয় নাগরিক সাদিক আব্বাস হাবিব সৈয়দ ও খিজার মোহাম্মদ ইকবাল শেখ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ নকল ওষুধ সরবরাহ করেছেন। এসব ওষুধে ফেন্টানাইলসহ মেথামফেটামিনের মতো অবৈধ মাদকের উপাদান ব্যবহৃত হয়েছে।

ads

অর্থ মন্ত্রণালয়ের দাবি, এই দুই ব্যক্তি তাদের ওষুধকে বৈধ হিসেবে প্রচার করে কম দামে বিক্রি করতেন এবং ইনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা করতেন। এছাড়া ভুক্তভোগীদের কাছে মিথ্যা প্রচারণার মাধ্যমে এসব ওষুধের বিপণনও করেছেন তারা।

মার্কিন সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন কে. হার্লে এক বিবৃতিতে বলেন, ফেন্টানাইলের কারণে অসংখ্য মার্কিন পরিবার ধ্বংস হয়ে গেছে। এই বিষ থেকে যারা মুনাফা অর্জন করছে, আমরা তাদের জবাবদিহির আওতায় আনতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রকে ফেন্টানাইলমুক্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকার বাস্তবায়নে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ads

ফেন্টানাইল এক ধরনের অত্যন্ত শক্তিশালী সিনথেটিক মাদক, যা যুক্তরাষ্ট্রে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে সর্বাধিক মৃত্যু ঘটে এই মাদকের মাত্রাতিরিক্ত সেবনের ফলে।

ad

পাঠকের মতামত