60109

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ। ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল হেলথকেয়ার প্রোগ্রাম চালু করছে স্কয়ার গ্রুপ। এই উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এর উদ্বোধন করবেন তার সন্তান স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপ চৌধুরী এবং পরিচালক অঞ্জন চৌধুরী।

ads

দেশের ৫৬ হাজার স্কয়ার মাইলজুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। মোবাইল হেলথকেয়ার প্রোগ্রামের সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।

গতকাল বুধবার রাজধানীর গুলশান-১ এ অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের দোরগোড়ার কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ads

স্যামসন এইচ চৌধুরী মুম্বাইতে লেখাপড়া করেন। তিনি ভারতের কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা শেষ করার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। এরপর তিনি পাবনার আতাইকুলা গ্রামে বসবাস শুরু করেন। সেখানে তার বাবা একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

১৯৫২ সালে আতাইকুলা গ্রামে স্যামসন এইচ চৌধুরী একটি ছোট ফার্মেসি দেন। এরপর ১৯৫৮ সালে চৌধুরী তার তিন বন্ধুর সঙ্গে অংশীদারত্বে স্কয়ার ওষুধ কোম্পানির প্রতিষ্ঠা করেন।

স্যামসন এইচ চৌধুরী ২২ বছর বয়সে অনিতা বিশ্বাসকে বিয়ে করেন।

ad

পাঠকের মতামত