60099

পুরাতন চৌধুরীপাড়া ও ইসলামপুর যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূল আলোচনা সভা

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া ও ইসলামপুর এলাকার যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূল এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরুব্বী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যুব সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মাদকের বিরূপ প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।

ads

বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুব সমাজের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে একটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, যা মাদক নির্মূল ও উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি, খুব শীঘ্রই যুবকদের নিয়ে একটি আলাদা কমিটিও ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ads

আয়োজকরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রমের বিস্তারিত কর্মপন্থা লিখিত আকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি আকারে পেশ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এয়ার আহমেদ সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন সরকার বাবুল, এডভোকেট তপন বিহারী নাগ, আনোয়ার হোসেন, নইমুল হক ভূঁইয়া, মোতাহার হোসেন খান আনিস, মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বাবু নিখিল চন্দ্র দাস, সমীর চক্রবর্তী, ডা. রেজাউল আলম হেলাল, মাহবুবুল আলম চপল, অ্যাডভোকেট কাজী আসিফ, রন্দা প্রসাদ সিংহ, মোহাম্মদ আব্দুল নুর বাচ্চু, মোঃ কামরুজ্জামান, মোঃ হাসান, মোহাম্মদ জিয়াউল আলম তিতাস, মোস্তাক আহমেদ, ফখরুল আলম উল্লাস, মোহাম্মদ গ্রীন, মোঃ কামরুল আহসান মামুন, মোহাম্মদ উল্লাহ রাসেল, রনি, মোঃ তাজুল ইসলাম জনি, মোহাম্মদ মজিবুর রহমান, আরিফুল ইসলামসহ আরও অনেকে।

ad

পাঠকের মতামত