60052

‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে কুমিল্লায় এনআরবির সচেতনতা কর্মসূচি

নিউজ ডেস্ক: ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগ বাস্তবায়ন ও বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণে কুমিল্লায় দুই দিনের সচেতনতা কর্মসূচি করেছে এনআরবি ব্যাংক পিএলসি।

কর্মসূচির অংশ হিসেবে ১০ ও ১১ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টরিয়া কলেজসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোডশো হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এনআরবি ব্যাংক।

ads

কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অতিথি হিসেবে ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা।

ads

এনআরবি ব্যাংক বলছে, সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মতো একটি দেশে নগদ অর্থ পরিচালনার ব্যয় ২০ হাজার কোটি টাকার উপরে। এ ব্যয় সাশ্রয় হবে যদি ক্যাশলেস ডিজিটাল ট্রানজেকশনের মাধ্যমে ব্যয় নির্বাহ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক পারভেজ আনজুম মনির উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত