60049

আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান ও ড্রোন হামলার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাতারে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

এএফপি জানিয়েছে, স্থানীয় সময় (১৫ সেপ্টেম্বর) সোমবার ইসরায়েলের নতুন এই হামলার জবাবে কাতারের রাজধানী দোহায় প্রায় ৬০টি দেশের অংশগ্রহণে এক জরুরি সম্মেলনে বসেন আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরা। সম্মেলন শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

ads

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের দমন-পীড়ন বন্ধে অংশগ্রহণকারী সব দেশকে কার্যকর ও আইনি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হচ্ছে। এই পদক্ষেপগুলোর মধ্যে থাকতে পারে—ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক ফোরামে দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস নেতারা দোহায় বৈঠকে বসেছিলেন। এ সময় ইসরায়েল বিমান ও ড্রোন হামলা চালায়। হামাস দাবি করেছে, ওই হামলায় তাদের পাঁচ সদস্য এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে যান। এই হামলার প্রতিক্রিয়াতেই কাতার জরুরি সম্মেলনের আহ্বান জানায়, যা মুসলিম বিশ্বে ব্যাপক সাড়া ফেলে।

ads
ad

পাঠকের মতামত