
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুমিল্লার সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এর নবীনবরণ অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস স্যান্সলর ড. মোহাম্মদ আব্দুর রউফ। সভাপতিত্ব করেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ শফিকুর রহমান হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যক্ষ হাসান আহমেদ, কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক ইউনুছ সরকার, কলেজ শাখার সহকারী ইনচার্জ অধ্যাপক আবু আকমান মাসউদ মজুমদার, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, অধ্যাপক ডক্টর এ এইচ এম আবরার আহমদ, অধ্যাপক ইউনুছ মিয়া ভুঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান। নবীনবরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইবনে তাইমিয়া কালচারাল ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে পাঁচ শতাধিকের বেশি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো: আব্দুর রউফ বলেন, আজ সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান সাইন্স টেকনোলজি দিয়ে উন্নত হচ্ছে। ইবনে তাইমিয়ার শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান টেকনোলজি দিয়ে এগিয়ে থাকার পাশাপাশি নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে এবং জাতীর উন্নতি সাধনে বিশ্ব ব্যাপি ভুমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শফিকুর রহমান হেলাল বলেন, স্রোতের বিপরীতে সম্পূর্ণ বাংলাদেশ বদলে দেওয়ার উদ্দেশ্যেই ইবনে তাইমিয়ার প্রতিষ্ঠা।নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলার লক্ষে কাজ করছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ।