59985

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের সমাপ্তি ঘটাতে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক নিয়ে কথা হয়েছে দু’দেশের রাষ্ট্রপ্রধানের।

গত মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভোলোদিমির জেলেনস্কির আলোচনার সময় সময় উপস্থিত ইউরোপীয় নেতাদের মধ্যে ইমানুয়েল ম্যাক্রোঁও ছিলেন। বস্তুত কয়েকদিন আগেই ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন-র ওসঙ্গে ফোন করে আলোচনা সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ads

এদিকে, এক্স’ হ্যান্ডলে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে তিনি লিখেছেন, রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গে অত্যন্ত ভাল কথা হয়েছে। দু’জনেই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত